Polly po-cket
Home
About
Contact
Logo
সর্বশেষ ব্লগপোস্ট গুলো

সাইটমাপ কি, কেন ও কিভাবে ব্যবহার করবেন?

সাইটমাপ কি, কেন ও কিভাবে ব্যবহার করবেন?
আসসালামু আলাইকুম।কেমন আছো সবাই? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন।আজকের টপিক কিভাবে আপনার wapkiz,wapkuz,wapku,wapelf,wapka সাইটে sitemap সেট করে google এ seo করবেন। Sitemap কি ও কেন ব্যবহার করবেন? #শুরুতেই বলে নিচ্ছি এই পোস্টটি শুধুমাত্র আমার মত নতুন এবং অনবিজ্ঞদের জন্য। আমরা অনেকেই সাইটম্যাপ সম্পর্কে জানি। বিশেষ করে যারা ওয়েব জগৎতে আছেন। তবে অধিকাংশ নতুনরা এটা সম্পর্কে তেমন বিস্তারিত হয়তো জানেন না।যদি অভিজ্ঞদের ভাষায় বলতে যাই তবে সাইটম্যাপ একটি XML ফাইল যাতে কোনো ওয়েবসাইটের যাবতীয় লিংক আরোও কিছু তথ্যসহ থাকে।যার ফলে সার্চ ইঞ্জিনগুলো খুব সহজে এবংকার্যকরীভাবে ওয়েবসাইটে ঘুরে বেড়াতে পারে এবং প্রয়োজনীয় ওয়েবপেজগুলোকে ইনডেক্স করতে পারে। অতিরিক্ত তথ্যের মধ্যে ওয়েবপেজটি কবে সৃষ্টি হয়েছে, কবে সর্বশেষ আপডেট হয়েছে, ওয়েবপেজটি অন্য পেজের তুলনায় কত গুরুত্বর্পূণ ইত্যাদি থাকতে পারে।আর সহজে বুঝে নিতে গেলে ভাবুন এটা হচ্ছে আপনার সাইটের মানচিত্র, যার মাধ্যমে সার্চ ইঞ্জিনগুলো সহজে আপনার সাইটের বিভিন্ন বিষয়গুলো খুজে দেখতে পারবে। ঠিক sitemap ও হচ্ছে এমন একটি জিনিস।আপনি যখন সাইট খোলেন তখন এটি গুগলের কাছে অপরিচিত থাকে। কিন্তু যখন আপনি গুগলের কাছে আপনার সাইটের একটি মানচিত্র বা sitemap জমা দিবেন তখন গুগল আস্তে আস্তে আপনার সাইটকে ভালোভাবে চেনা শুরু করবে। এবং আপনার সাইটের ইনডেক্স বাড়বে, সার্চ ইজ্ঞিনে ভালো রেঙ্কিং পেতে শুরু করবে।এটাই আমার জানা সহজ ভাষায় সাইটম্যাপ।যখন আমি আমার সাইট বানালাম তার চারবছর পর modhax.ml এই নামে সার্চ দিয়ে গুগলে পাইনি।আজ sitemap সেট করার পর গুগলে আমার সাইটের সব পেজ সো করছে।
Back to posts
This post has no comments - be the first one!

UNDER MAINTENANCE
CONTACT
 facebook
  gmail
 twitter
 message
  call  ,  call 2
CRADIT
© Copyright - 2019
This website
create with xtgem
Designed By IA SOYEB
Symptoma.ro