Lamborghini Huracán LP 610-4 t
Home
About
Contact
Logo
সর্বশেষ ব্লগপোস্ট গুলো

অজানা বিশ্বের কিছু রহস্যময় তথ্য দেখেনিন

অজানা বিশ্বের কিছু রহস্যময় তথ্য দেখেনিন
1 কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে ২৮,০০০ গুণ বেশি । 2 প্রাণীদের মধ্যে বিড়ালই সবচেয়ে বেশি ঘুমায় (দৈনিক ১৮ঘন্টা) । 3 একমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায়। 4 মাছি মিনিটে ৮ কিলোমিটার উড়তে পারে । 5 পুরুষ ব্যাঙই বর্ষকালে ডাকে,আর তা শুনে কাছে আসে স্ত্রী ব্যাঙ | 6 হামিং বার্ড পাখি পিছনের দিকে উড়তে পারে । 7 গিরগিটি একই সময়ে তার চোখ দুটি দুই দিকেই নাড়তে পারে । 8 টিকটিকি এক সঙ্গে ৩০টি ডিম পাড়ে। 9 মাছ চোখ খোলা রেখে ঘুমায় । 10 একমাএ পিঁপড়েই কোনদিন ঘুমায় না 11 সিডকা পোকা একটানা ১৭ বছর মাটির নিচে ঘুমায় । তারপর মাটি থেকে বেরিয়ে এসে চিতকার করতে করতে ৩ দিনের মাথায় মারা যায় । 12 সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও শোনা যায়। 13 অনেকের ধারণা হাঙ্গর মানুষকে হাতের কাছে পেলে মেরে ফেলে। কিন্তু মানুষের হাতেই বেশী হাংগর মারা পড়েছে। 14 কাচ আসলে বালু থেকে তৈরী। 15 আপনি প্রতিদিন কথা বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেন। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন। 16 আপনি ৮ বছর ৭ মাস ৬ দিন একটানা চিৎকার করলে যে পরিমান শক্তি খরচ হবে তা দিয়ে এক কাপ কফি অনায়েসে বানানো যাবে। 17 একটি রক্ত কনিকা আমাদের পুরো দেহ ঘুরে আসতে সময় নেয় ২২ সেকেন্ড। 18 আলেক্সান্ডার গ্রাহাম বেল কখনই তার মা অথবা বউকে ফোন করেনি, কারন তারা দুইজন বধির ছিলো। 19 গ্যালাক্সির সব তারকা গুনতে সময় লাগবে প্রায় ৩ হাজার বছর। 20 অনেকের ধারণা শামুকের দাঁত নেই। অথচ শামুকের ২৫ হাজার দাঁত আছে। 21চোখ খুলে হাঁচি দেয়া সম্ভব না। 22 বিড়াল ১০০ রকম শব্দ করতে পারে অথচ কুকুর পারে ১০ রকম। 23 পৃথিবীর প্রাণীদের মধ্যে ৮০ ভাগই পোকামাকড়। 24 একটি তেলাপোকা তার মাথা ছাড়া ৯ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরপর তারা সাধারণত খাদ্যাভাবে মারা যায়।
Back to posts
This post has no comments - be the first one!

UNDER MAINTENANCE
CONTACT
 facebook
  gmail
 twitter
 message
  call  ,  call 2
CRADIT
© Copyright - 2019
This website
create with xtgem
Designed By IA SOYEB
Symptoma.ro