Home
About
Contact
Logo
সর্বশেষ ব্লগপোস্ট গুলো

গুগলের মজাদার যত ইফেক্ট

গুগলের মজাদার যত ইফেক্ট
গুগলের মজাদার যত ইফেক্ট এখনও গুগলের নাম শুনেন নি এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে । গুগল সার্চ ইঞ্জিনের সাহায্যে প্রায় সব কিছুই খুঁজে পাওয়া যায়, তাই বলা হয় ঘরের বউও যা জানে না গুগল তাও জানে । সার্চের বাইরেও গুগলের কিছু লুকানো ও মজাদার ইফেক্ট আছে যা আপনাকে রীতি মত চমকে দিবে । চলুন পর্যায়ক্রমে Effect গুলো দেখে আসি- ইফেক্ট-১ গুগলের সার্চ বক্সে গিয়ে টাইপ করুন "Do A Barrel Roll" এবং ইন্টার বাটন টিপুন । কি !!!!!! মাথা ঘুরছে ??? না না এত তারাতারি মাথা ঘুরে গেলে বাকি গুলো কিভাবে দেখবেন । Do A Barrel Roll এই কিওয়ার্ড টি লিখলে গুগলের পেজটি ৩৬০ ডিগ্রি তে ঘুরে আবার পূর্বের স্থানে ফিরে আসে । ইফেক্ট-২ গুগলের সাইটে গিয়ে Google Sphere টাইপ করে সার্চ করুন। প্রথম লিঙ্কে ক্লিক করলে দেখা যাবে গুগল ঘুরছে। মাউসটি ডানে-বামে, উপরে-নিচে নিয়ে দেখুন, আবার মাউটটি ছেড়ে দিয়ে দেখুন। ইফেক্ট-৩ মাথা ঘুরে গেল? তাহলে চলুন গেম খেলে মাথাটাকে একটু হালকা করে নেই।Google এ গিয়ে গুগলের সার্চবাক্সে "Google Pacman" লিখে সার্চ করুন। আপনার সামনে রয়েছে গুগলের একটি গেম PAC-MAN Doodle । সেখানে একটি বাটন দেখতে পারবেন "Click to Play" । সেখানে ক্লিক করলেই গেমটি শুরু হয়ে যাবে। ইফেক্ট-৪ আমরা অনেকেই আমাদের শৈশব পার করেছি DX-Ball গেমটি খেলে । সেই ধারাবাহিকতায় গুগল ও নিয়ে এসেছে DX-Ball গেমটি তাদের ছবি গুলো দিয়ে । গেমটি গুগলে খেলতে চান ? তবে চলে যান https:// images.google.com এবং সার্চবক্সে লিখে দিন "Atari Breakout" । আপনার কাজ শেষ । এখন শুরু করে দিন খেলা। আর আপনার High Score অবশ্যই আমাদের সাইবার ৭১ এর পোষ্টটিতে কমেন্ট করবেন ইফেক্ট-৫ ফিজিক্সে কাচাঁ ? সমস্যা নাই, তার ও সমাধান আছে গুগলের কাছে। গুগলের হোম পেজে টাইপ করুন Google Gravity এবং সার্চ করুন । সার্চ রেজাল্টের প্রথম যে লিংকটি থাকবে সেটি তে ক্লিক করুন । একি !!! আপনি গুগলের সব কিছু ভেঙ্গে ফেলেছে !!!! হায় হায় !!! সমস্যা নেই, ভেঙ্গে ফেলার জন্যে কারো জরিমানার নেই ইফেক্ট-৬ আমরা অনেকেই হয়ত জানিনা গুগল কবে চালু হয়েছে । গুগল প্রথম চালু হয় ১৯৯৮ সালে । এখন তো অনেক আধুনিক যুগ সব কিছু আধুনিক হয়েছে । তবে দেখতে চান ? গুগল ১৯৯৮ সালে কেমন ছিল ?? তবে সার্চ করুন "Google in 1998" এবং দেখে নিনি গুগল আগে কেমন ছিল। ইফেক্ট-৭ গুগল এবং ইউটিউবের সবচেয়ে রহস্যময় একটি জিনিস হলো Webdriver Torso । যার রহস্য আজ পর্যন্ত রহস্যই হয়ে আছে । গুগল এবং ইউটিউবে গিয়ে Webdriver Torso লিখে সার্চ করলে দেখবে কিছু লাল, নীল, সাদা বক্স নড়াচড়া করছে। ইউটিউবে এর কিছু ভিডিও আছে। এটি কেন এমন করছে , ইউটিউবে এই ধরনের ভিডিও কে আপলোড করছে এর সম্পর্কে আজ পর্যন্ত কোনো ধরনের তথ্য পাওয়া যায় নি । উপরের ইফেক্ট গুলো অবশ্যই ট্রাই করে দেখবেন । যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাতে ভুলবেন না
Back to posts
Comments:
[2018-07-16 16:40:15] Sa Roki :

Nice..

[2018-07-16 16:41:37] Soyeb :

Hmmm..


UNDER MAINTENANCE
CONTACT
 facebook
  gmail
 twitter
 message
  call  ,  call 2
CRADIT
© Copyright - 2019
This website
create with xtgem
Designed By IA SOYEB
Symptoma.ro
Teya Salat