XtGem Forum catalog
Home
About
Contact
Logo
সর্বশেষ ব্লগপোস্ট গুলো

গুগলের মজাদার যত ইফেক্ট

গুগলের মজাদার যত ইফেক্ট
গুগলের মজাদার যত ইফেক্ট এখনও গুগলের নাম শুনেন নি এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে । গুগল সার্চ ইঞ্জিনের সাহায্যে প্রায় সব কিছুই খুঁজে পাওয়া যায়, তাই বলা হয় ঘরের বউও যা জানে না গুগল তাও জানে । সার্চের বাইরেও গুগলের কিছু লুকানো ও মজাদার ইফেক্ট আছে যা আপনাকে রীতি মত চমকে দিবে । চলুন পর্যায়ক্রমে Effect গুলো দেখে আসি- ইফেক্ট-১ গুগলের সার্চ বক্সে গিয়ে টাইপ করুন "Do A Barrel Roll" এবং ইন্টার বাটন টিপুন । কি !!!!!! মাথা ঘুরছে ??? না না এত তারাতারি মাথা ঘুরে গেলে বাকি গুলো কিভাবে দেখবেন । Do A Barrel Roll এই কিওয়ার্ড টি লিখলে গুগলের পেজটি ৩৬০ ডিগ্রি তে ঘুরে আবার পূর্বের স্থানে ফিরে আসে । ইফেক্ট-২ গুগলের সাইটে গিয়ে Google Sphere টাইপ করে সার্চ করুন। প্রথম লিঙ্কে ক্লিক করলে দেখা যাবে গুগল ঘুরছে। মাউসটি ডানে-বামে, উপরে-নিচে নিয়ে দেখুন, আবার মাউটটি ছেড়ে দিয়ে দেখুন। ইফেক্ট-৩ মাথা ঘুরে গেল? তাহলে চলুন গেম খেলে মাথাটাকে একটু হালকা করে নেই।Google এ গিয়ে গুগলের সার্চবাক্সে "Google Pacman" লিখে সার্চ করুন। আপনার সামনে রয়েছে গুগলের একটি গেম PAC-MAN Doodle । সেখানে একটি বাটন দেখতে পারবেন "Click to Play" । সেখানে ক্লিক করলেই গেমটি শুরু হয়ে যাবে। ইফেক্ট-৪ আমরা অনেকেই আমাদের শৈশব পার করেছি DX-Ball গেমটি খেলে । সেই ধারাবাহিকতায় গুগল ও নিয়ে এসেছে DX-Ball গেমটি তাদের ছবি গুলো দিয়ে । গেমটি গুগলে খেলতে চান ? তবে চলে যান https:// images.google.com এবং সার্চবক্সে লিখে দিন "Atari Breakout" । আপনার কাজ শেষ । এখন শুরু করে দিন খেলা। আর আপনার High Score অবশ্যই আমাদের সাইবার ৭১ এর পোষ্টটিতে কমেন্ট করবেন ইফেক্ট-৫ ফিজিক্সে কাচাঁ ? সমস্যা নাই, তার ও সমাধান আছে গুগলের কাছে। গুগলের হোম পেজে টাইপ করুন Google Gravity এবং সার্চ করুন । সার্চ রেজাল্টের প্রথম যে লিংকটি থাকবে সেটি তে ক্লিক করুন । একি !!! আপনি গুগলের সব কিছু ভেঙ্গে ফেলেছে !!!! হায় হায় !!! সমস্যা নেই, ভেঙ্গে ফেলার জন্যে কারো জরিমানার নেই ইফেক্ট-৬ আমরা অনেকেই হয়ত জানিনা গুগল কবে চালু হয়েছে । গুগল প্রথম চালু হয় ১৯৯৮ সালে । এখন তো অনেক আধুনিক যুগ সব কিছু আধুনিক হয়েছে । তবে দেখতে চান ? গুগল ১৯৯৮ সালে কেমন ছিল ?? তবে সার্চ করুন "Google in 1998" এবং দেখে নিনি গুগল আগে কেমন ছিল। ইফেক্ট-৭ গুগল এবং ইউটিউবের সবচেয়ে রহস্যময় একটি জিনিস হলো Webdriver Torso । যার রহস্য আজ পর্যন্ত রহস্যই হয়ে আছে । গুগল এবং ইউটিউবে গিয়ে Webdriver Torso লিখে সার্চ করলে দেখবে কিছু লাল, নীল, সাদা বক্স নড়াচড়া করছে। ইউটিউবে এর কিছু ভিডিও আছে। এটি কেন এমন করছে , ইউটিউবে এই ধরনের ভিডিও কে আপলোড করছে এর সম্পর্কে আজ পর্যন্ত কোনো ধরনের তথ্য পাওয়া যায় নি । উপরের ইফেক্ট গুলো অবশ্যই ট্রাই করে দেখবেন । যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাতে ভুলবেন না
Back to posts
Comments:
[2018-07-16 16:40:15] Sa Roki :

Nice..

[2018-07-16 16:41:37] Soyeb :

Hmmm..


UNDER MAINTENANCE
CONTACT
 facebook
  gmail
 twitter
 message
  call  ,  call 2
CRADIT
© Copyright - 2019
This website
create with xtgem
Designed By IA SOYEB
Symptoma.ro